National News

আমরা একজোট হয়ে থাকব, আমরাই সরকার গড়ব, বললেন উদ্ধব

সাংবাদিক সম্মেলনে উদ্ভব ঠাকরে ও শরদ পওয়ার।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১৩:০০
Share:

সাংবাদিক সম্মেলনে উদ্ভব ঠাকরে ও শরদ পওয়ার।

সাতসকালে পালাবদল হয়ে গিয়েছে। গোটা দেশকে চমকে দিয়ে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছেন দেবেন্দ্র ফডণবীস। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অজিত পওয়ার।

Advertisement

এই আবহে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন ডাকলেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার।

কে কী বললেন, জেনে নিন—

Advertisement

শরদ পওয়ার বলেন:

• এনসিপি কর্মীরা বিজেপিতে যোগদান করবেন না।

• অজিত পওয়ারকে এনসিপি থেকে ছেঁটে ফেলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

• তিন জন বিক্ষুব্ধ এনসিপি বিধায়ক আমাকে বলেছেন, অজিত পওয়ার তাঁদের ঠকিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে বলেন:

• শুধুমাত্র মহারাষ্ট্রেই নয়, সারা দেশেই এমনটা করছে বিজেপি।

• এটা বিজেপির একটা খেলা।

• আমরাই সরকার গড়ব। আমরা একজোট হয়ে থাকব। শরদ পওয়ারের মতোই বললেন উদ্ধব

সাংবাদিক সম্মেলনে শরদ পওয়ার বলেন:

• অজিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেটা সর্বসম্মতিক্রমে হবে।

• কেবলমাত্র অজিত পওয়ার বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। এটা অজিতের সিদ্ধান্ত

• বিজেপি কাছে সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যা নেই।

• কংগ্রেস নেতাদের পরিষদীয় বৈঠক থাকায় তাঁরা এখানে উপস্থি হতে পারেননি।

• শিবসেনার নেতৃত্বে আমরা সরকার গঠন করতে চেয়েছি। এবং আমরা এই মুহূর্তে একজোট হয়েই থাকব।

• আমার মনে হয় ওই চিঠিটিই রাজ্যপালকে দেখিয়ে অজিত পওয়ার বলেছেন, এই সমস্ত বিধায়কদের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে।

• যে সমস্ত এনসিপি বিধায়কেরা শুক্রবার কংগ্রেস-এনসিপি-শিবসেনার বৈঠকে উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকের স্বাক্ষর রয়েছে একটি চিঠিতে।

• ওই বিধায়ক শরদ পওয়ারকে জানিয়েছেন, তিনি জানতেন না ঠিক কী কারণে রাজভবনের সামনে তাঁদের জড়ো হতে বলেন অজিত পওয়ার।

• অজিত পওয়ার নিজে আমাদের ডেকে রাজভবনে যেতে বলেন বলে জানিয়েছেন এক এনসিপি বিধায়ক। বললেন শরদ পওয়ার।

• শরদ পওয়ার জানান, সকালে রাজভবনের সামনে জড়ো হওয়ার কিছু ক্ষণের মধ্যে দেবেন্দ্র ফডণবীসের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় বলে জানিয়েছেন ওই বিধায়ক।

• ওই ১০-১১ জনের মধ্যে তিন জন আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন।

• শনিবার সকালে ১০-১১ জন এনসিপি বিধায়ক রাজভবনের সামনে জড়ো হন।

• এনসিপি বিধায়কেরা আমাকে জানিয়েছেন, সকাল ৭টায় অজিত পওয়ারের ফোন পেয়েছেন তিনি।

• সরকার গড়ার জন্য বিজেপি সব সময়ই বিধায়ক কেনাবেচায় লিপ্ত থেকেছে। দাবি উদ্ধবের।

• সত্যিকারের এনিসিপি কর্মী কখনই বিজেপির সঙ্গে হাত মেলাবে না। উদ্ধবকে পাশে নিয়ে বলেন শরদ।

• কংগ্রেস-এনসিপি-শিবসেনা সরকার গড়ার জন্য একত্র হয়েছে। বললেন শরদ পওয়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement