ফাইল চিত্র।
উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডের মধ্যে সম্পর্কের শৈত্য কি এ বার কাটতে চলেছে? দু’দিনের মধ্যেই নাকি দুই নেতা মুখোমুখি বসবেন। মহারাষ্ট্রে টানাপড়েন-পর্বের পর এমনই বরফ গলার ইঙ্গিত দিলেন নিজেকে শিবসৈনিক হিসাবে দাবি করা মরাঠি অভিনেত্রী দীপালি সঈদ।
টুইটারে ওই অভিনেত্রী লিখেছেন, ‘শিবসৈনিকদের কথা মাথায় রেখে উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডের বৈঠক দু’দিনের মধ্যেই হতে চলেছে। এ খবর জেনে ভাল লাগছে। সৈনিকদের অনুভূতি বুঝেছেন শিন্ডে। পরিবারের অভিভাবক হিসাবে তাঁদের সকলকে সাদরে গ্রহণ করেছেন ঠাকরে। কয়েক জন বিজেপি নেতা এই বৈঠকের মধ্যস্থতা করছেন।’
যদিও উদ্ধব শিবিরের পক্ষ থেকে এ ধরনের কোনও বৈঠকের ব্যাপারে সিলমোহর দেয়নি। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘‘এ ব্যাপারে কিছু জানা নেই। আমি দলের ক্ষুদ্র এক কর্মী।’’
উল্লেখ্য, শিবসেনায় একনাথ শিন্ডে-সহ বিধায়কদের একাংশের বিদ্রোহের জেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরে যেতে ‘বাধ্য’ হন উদ্ধব ঠাকরে। তার পরই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন শিন্ডে। একনাথদের ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছে উদ্ধব বাহিনী। এই প্রেক্ষাপটে মরাঠি অভিনেত্রীর এই টুইট এই পর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।