kerala

Kerala: পর্যাপ্ত পেট্রল নেই মোটরবাইকের ট্যাঙ্কে, চালককে জরিমানা করল কেরল পুলিশ!

দেশের কোনও রাজ্যের ট্র্যাফিক আইনে পর্যাপ্ত জ্বালানি ছাড়া গাড়ি চালালে জরিমানার ব্যবস্থা নেই। বামশাসিত কেরল কি তবে ব্যতিক্রম?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ২১:০৫
Share:

কেরল পুলিশের সেই চালান। ছবি: টুইটার থেকে নেওয়া।

হেলমেট না পরা কিংবা ট্র্যাফিক আইন ভাঙা নয়, মোটরবাইকে পর্যাপ্ত পেট্রল না থাকার কারণে জরিমানা করা হল চালকের! কেরলে পুলিশের এই অভিনব পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, একমুখী (ওয়ান ওয়ে) রাস্তার বিপরীত দিক থেকে মোটরবাইক নিয়ে ঢুকে পড়ার অভিযোগে বাসিল শ্যাম নামে এক ব্যক্তিকে ট্র্যাফিক পুলিশ আটক করেছিল। তাঁকে আড়াইশো টাকা জরিমানা করা হয়। কাটা হয় চালানও। অফিসের তাড়া থাকায় জরিমানা দিয়ে দ্রুত চলে যান শ্যাম। কিন্তু অফিসে গিয়ে চালানটিতে চোখ বোলাতেই হতবাক হয়ে যান তিনি। সেখানে লেখা রয়েছে, পর্যাপ্ত জ্বালানি ছাড়া বাইক চালানোর কারণে জরিমানা করা হয়েছে!

ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই চালানের ছবি। সেই সঙ্গেই উঠেছে প্রশ্ন। দেশের কোনও রাজ্যের ট্র্যাফিক আইনে পর্যাপ্ত জ্বালানি ছাড়া গাড়ি চালালে জরিমানার ব্যবস্থা নেই। বামশাসিত কেরল কি তবে ব্যতিক্রম?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement