—প্রতীকী ছবি।
আদালতে হাজিরা দিতে গিয়ে লকআপ থেকে দুই কয়েদির বিরুদ্ধে পালানোর অভিযোগ। শুক্রবার সকালে এই ঘটনাটি উত্তর প্রদেশে ঘটেছে। দুই পলাতকের নাম যথাক্রমে অঙ্কিত যাদব এবং শচীন সাইনি। পুলিশ সূত্রে খবর, আদালতের লকআপের জানলা ভেঙে পালিয়েছিলেন দু’জন। কড়া নিরাপত্তায় না রাখার কারণে তিন জন পুলিশকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ৫৫ জন কয়েদিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন অঙ্কিত এবং শচীন। বিকেল সাড়ে ৫টার সময় কয়েদিদের জেলে ফেরত নিয়ে যাওয়া হলে, সেখানে দেখা যায়নি অঙ্কিত এবং শচীনকে।
বার বার তাঁদের নাম ধরে ডাকা হলেও কোনও সাড়া মেলেনি। পরে লকআপের ভিতর গিয়ে পুলিশ দেখে যে, লকআপের ভিতর কেউ নেই। এমনকি, লকআপের জানলার গরাদও ভাঙা। পুলিশের দাবি, জানলার গরাদ ভেঙেই পালিয়েছেন দুই কয়েদি। কড়া নজরদারিতে না রাখার কারণে তিন জন পুলিশ কর্মীকে নিলম্বিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অঙ্কিতের বিরুদ্ধে মোট ৪৭টি মামলা চলছে।