প্রতীকী ছবি।
ত্রিপুরায় সুরমা বিধানসভা এলাকায় দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার সুরমার অন্তর্গত চাঙ্কাপ বাজারে ৭০টি পরিবার তৃণমূলে যোগ দেয়। তার পরেই ওই হামলা হয়েছে বলে অভিযোগ। যদিও হামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে বিজেপি।
বুধবার চাঙ্কাপ বাজারে একটি জনসভা ছিল তৃণমূলের। সেই জনসভায় ৭০টি পরিবার ওই দলে যোগ দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরা তৃণমূলের রাজ্য সম্পাদক সুবল ভৌমিক। অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত ১১টা নাগাদ একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী সদ্য তৃণমূল যোগ দেওয়া কর্মীদের বাড়িতে হামলা চালায়। সেই হামলায় দু’জন আহত হন। তাঁদের মধ্যে এক জন কিশোর রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপানো হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল নেতারা। তাঁদের সেখানে যেতে পুলিশ বাধা দেয় বলেও অভিযোগ।
ত্রিপুরায় দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নিন্দা করে জানান, এর প্রতিবাদে বৃহস্পতিবার তাঁরা পথে নামবেন। পাশাপাশি সুবল বলেন, ‘‘নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সরকারের মদতপুষ্ট হার্মাদবাহিনী হামলা চালাচ্ছে সাধারণ মানুষের উপর।’’
যদিও এই হামলার ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে রাজ্য বিজেপি। তাদের বক্তব্য, এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ী।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।