Jammu and Kashmir Encounter

গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিহত দুই জঙ্গি

জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা। সোমবার পুঞ্চে গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৩:০৮
Share:

জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা। —ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরে আবার সেনা-জঙ্গি গুলির লড়াই। সোমবার পুঞ্চে গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সেই সময়ই গুলির লড়াই চলে।

Advertisement

পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় সন্দেহজনক গতিবিধি টের পাওয়া মাত্রই তল্লাশি অভিযান শুরু করেছিল ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। ওই অভিযানেই জঙ্গি অনুপ্রবেশ রুখেছে সেনা। নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

Advertisement

গত বৃহস্পতিবার সোপিয়ান জেলায় জঙ্গিদের গুলিতে জখম হয়েছিলেন তিন শ্রমিক। এর আগে, রাজৌরি জেলায় জঙ্গি অনুপ্রবেশ রুখেছিল সেনা। নিহত হয়েছিল এক জঙ্গি। গত মাসে কুপওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিল পাঁচ জঙ্গি। ওই জঙ্গিরা সকলেই বিদেশি বলে জানিয়েছিল কাশ্মীর জ়োন পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement