Karnataka

ভাইরাল অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো! নিজেদের শেষ করলেন দুই পড়ুয়া! ‘প্র্যাঙ্ক’ কি না খতিয়ে দেখছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই ওই তরুণী আত্মহত্যা করেন। সেই খবর পেয়ে আত্মঘাতী হন ওই তরুণও। এর পরেই ওই যুগলের পরিবার থানায় গিয়ে আলাদা আলাদা অভিযোগ দায়ের করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৩:৪২
Share:

—প্রতীকী ছবি।

সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো। জানাজানি হতেই আত্মঘাতী কলেজ পড়ুয়া এক যুগল। কর্ণাটকের দাভানাগেরের ঘটনা। মৃত দু’জনেই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাস কয়েক আগে ওই তরুণ এবং তরুণী কলেজের বারান্দায় বসেছিলেন। সেই সময়ই কেউ বা কারা যুগলের অজান্তেই তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। প্রায় সাড়ে তিন মিনিটের সেই ভিডিয়ো গত শুক্রবার সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই ওই তরুণী আত্মহত্যা করেন। সেই খবর পেয়ে আত্মঘাতী হন ওই তরুণও। এর পরেই ওই যুগলের পরিবার থানায় গিয়ে আলাদা আলাদা অভিযোগ দায়ের করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের খুঁজে বার করে অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন নিহতদের পরিবারের সদস্যেরা।

নিহতদের পরিচয় গোপন রেখে দাভানাগেরের এসপি কে অরুণ জানান, অভিযুক্তদের খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, নিছক মজা বা ‘প্র্যাঙ্ক’ করার উদ্দেশে এই ভিডিয়ো ভাইরাল করা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

অন্য দিকে, বেশ কয়েক জন অভিভাবক দুই পড়ুয়ার মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন। বেশ কয়েক জন অভিভাবক কলেজের সামনে বিক্ষোভও দেখিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement