—প্রতিনিধিত্বমূলক ছবি।
মরুভূমিতে যুদ্ধের অনুশীলন চলছিল ভারতীয় সেনার। সে সময় আচমকাই আর্মার্ড কোরের ট্যাঙ্কে কামানের গোলা ফেটে মৃত্যু হল দুই জওয়ানের। গুরুতর জখম এক জন। বুধবার দুপুরে রাজস্থানের বিকানেরে ঘটেছে এই দুর্ঘটনা।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বিকানেরের ‘মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে’ অনুশীলনের সময় একটি ট্যাঙ্কের কামানে গোলা ভরছিলেন দুই জওয়ান। সে সময়ই হঠাৎ একটি গোলা ফেটে যায়! প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা বলেছেন, ‘‘গোলাবারুদ লোড করার সময় চার্জারটিতে আচমকা বিস্ফোরণ ঘটে।’’
বিকানের পুলিশ জানিয়েছে, মৃত দুই সেনার নাম আশুতোষ মিশ্র এবং জিতেন্দ্র। আহত জওয়ানকে সেনা হেলিকপ্টারে চণ্ডীগড় কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে এই নিয়ে দু’বার ‘মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে’ যুদ্ধ অনুশীলনের সময় দুর্ঘটনা ঘটল। গত রবিবার একটি কামানবাহী গাড়ি থেকে পিছলে পড়ে গিয়ে আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল চন্দ্রপ্রকাশ পটেল নামে এক জওয়ানের।