গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আম আদমি পার্টি (আপ)-র সাংসদ সঞ্জয় সিংহের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ন্তের স্ত্রী সুলক্ষণা। মামলার প্রেক্ষিতে সঞ্জয়ের জবাবদিহি চেয়ে বুধবার নোটিস পাঠিয়েছে গোয়ার একটি আদালত।
রাজ্যসভা সাংসদ সঞ্জয় সম্প্রতি দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে প্রমোদ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তার পরেই উত্তর গোয়ার বিচোলিম আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন সুলক্ষণা। মামলার প্রেক্ষিতে ১০ জানুয়ারির মধ্যে সঞ্জয়ের জবাব চেয়েছে আদালত।
সঞ্জয়ের অভিযোগ ছিল, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গোয়ায় সরকারি চাকরি বিক্রি করছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী। সুলক্ষণা ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে আদালতে জানিয়েছেন, নিঃশর্তে ক্ষমা চাইতে হবে আপ সাংসদকে। চলতি বছরের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সঞ্জয়। এর পর গুজরাতের একটি আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সে সময়ও জবাবদিহির নোটিস এসেছিল তাঁর কাছে।