—ফাইল চিত্র।
ফের উত্তপ্ত কাশ্মীর। গোলাগুলি নিয়ন্ত্রণরেখায়। তাতে প্রাণ হারালেন দুই ভারতীয় জওয়ান। সম্পূর্ণ বিনা প্ররোচনায় শুক্রবার নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান সেনা গুলিবর্ষণ করে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। তার পাল্টা জবাব দিয়েছে ভারতও।
নিহত দুই জওয়ান নায়েক প্রেম বাহাদুর খতরি এবং রাইফেল ম্যান সুখবীর সিংহ বলে শনাক্ত করা গিয়েছে। শুক্রবার রাজৌরির সুন্দরবনি এলাকায় ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা। সঙ্গে সঙ্গে তাদের উপযুক্ত জবাব দেন ভারতীয় জওয়ানরাও। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন ওই দু’জন প্রাণ হারান।
এর আগে, বৃহস্পতিবার পাক সেনার গুলিতে পুঞ্চে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) সুবেদার স্বতন্ত্র সিংহের। সেখানে সেনার ফরোয়ার্ড পোস্ট লক্ষ করে গোলা এবং গুলিবর্ষণ করে পাক সেনা।
আরও পড়ুন: ধাপে ধাপে বিচ্ছেদ, মন্ত্রিত্বের পর কি জোড়াফুল ছেড়ে পদ্মফুলে শুভেন্দু
আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফা
অন্য দিকে, বৃহস্পতিবার জঙ্গি হামলায় শ্রীনগরে প্রাণ হারান দুই জওয়ান। এলাকায় টহল দেওয়ার সময় তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা।