প্রতিনিধিত্বমূলক ছবি।
নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে আত্মঘাতী হলেন বিএসএফের এক কনস্টেবল। রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। ডিউটি সেরে ক্যাম্পে ফিরে আত্মঘাতী হন ওই কনস্টেবল। তবে কেন তিনি আত্মহত্যা করলেন, তা এখনও স্পষ্ট নয়।
শুক্রবার পুলিশ জানিয়েছে, পঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা ওই কনস্টেবল। কর্মসূত্রে থাকতেন জৈসলমেরের শাহগড় থানা এলাকায়। সেখানকার সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ বাহিনীর সদস্য ছিলেন ওই কনস্টেবল।
শাহগড় থানার এসএইচও বাবুরাম জানান, বিএসএফে কর্মরত ওই ব্যক্তি বৃহস্পতিবার নিজের ডিউটি সেরে ক্যাম্পে ফেরেন। হঠাৎ তাঁর ক্যাম্প থেকে গুলির শব্দ শুনতে পান এক সহকর্মী। সেই শব্দ শুনে ক্যাম্পে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন ওই কনস্টেবল। পাশে পড়ে রয়েছে তাঁর বন্দুকটি। তিনিই বাকিদের খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শাহগড় থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই কনস্টেবল। সেই অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে কী কারণে মানসিক অবসাদে ভুগছিলেন, বা অন্য কোনও কারণ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। কথা বলছে মৃতের সহকর্মীদের সঙ্গেও।