ভেঙে পড়া হেলিকপ্টার ছবি: টুইটার থেকে।
জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় পাহাড়ের উপর ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে। তাঁরা বাহিনীতে মেজর পদমর্যাদায় ছিলেন।
সেনার তরফে জানানো হয়েছে, বায়ুসেনার ‘চিতা’ হেলিকপ্টারে চেপে টহল দিচ্ছিলেন তাঁরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ উধমপুরে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে কপ্টারটি। দুর্ঘটনায় দুই পাইলট গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। সেনার তরফে ভেঙে পড়া হেলিকপ্টারের ছবিও প্রকাশ করা হয়।
ভারতীয় বায়ুসেনার নর্দার্ন কমান্ডের তরফে টুইট করে বলা হয়, ‘দুর্ঘটনায় মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুত প্রাণ হারিয়েছেন। তাঁদের বলিদানকে সেলাম জানাচ্ছে বায়ুসেনা।’
গত সাত সপ্তাহে এটি জম্মু-কাশ্মীরে দ্বিতীয় বিমান দুর্ঘটনা। গত মাসে রঞ্জিত সাগর ড্যামে ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। সেই দুর্ঘটনাতেও দু’জন পাইলটের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে এক জন পাইলটের দেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।