কর্তব্যে অটল ভারতীয় সেনার জওয়ানরা। ফাইল ছবি।
ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরবার বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা করেছে সশস্ত্র জঙ্গিরা। তা রুখে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা। সোমবার সেনার তরফে এ কথা জানানো হয়েছে। সেনা সূত্রে খবর, এটিই এ বছরের সবচেয়ে বড় অনুপ্রবেশের চেষ্টা। প্রায় ৪৮ ঘণ্টা ধরে কাশ্মীরের নানা প্রান্তে অভিযান চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা।
সেনার কর্তারা জানিয়েছেন, শনিবার রাতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা প্রথম নজরে আসে। তার পর থেকে এই নিয়ন্ত্রণরেখা বরাবর সজাগ রয়েছেন জওয়ানরা। সোমবার থেকেই কাশ্মীরের উরি সেক্টরে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার ছিল উরি হামলার পঞ্চম বর্ষপূর্তি। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরিতে জঙ্গিদের আত্মঘাতী হামলায় ১৯ জন ভারতীয় সেনার মৃত্যু হয়।
দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দার এক সূত্র মারফত জানা গিয়েছে, ছয় জঙ্গির একটি দল পাকিস্তান থেকে ঢুকতে সমর্থ হয়েছে। তারা কোথায় লুকিয়ে রয়েছে, সে ব্যাপারে এখনও খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা। পাশাপাশি নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদের বেশ কিছু লঞ্চপ্যাডও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে সেনা।
তবে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করলেও, সে সময় পাক সেনা গুলি চালায়নি বলে জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। এ নিয়ে লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে বলেছেন, ‘‘এখনও কোনও গুলিচালনার ঘটনা ঘটেনি। সীমান্তে প্ররোচনাও দেওয়া হয়নি।’’ তিনি আর বলেছেন, ‘‘উরিতে অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে অভিযান চলছে। সেখানে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা জঙ্গিদের খোঁজার চেষ্টা চালাচ্ছি।’’