Accident in Shopping Mall

গ্রেটার নয়ডায় শপিং মলের ছাদ ধসে অন্তত দু’জনের মৃত্যু, আহত বহু

শপিং মলটির পাঁচ তলায় ছাদের একাংশ হঠাৎই ধসে যায়। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৪ ২১:২০
Share:

—প্রতীকী ছবি।

গ্রেটার নয়ডায় একটি শপিং মলের ছাদ ধসে মৃত্যু হল অন্তত দু’জনের। আহত হয়েছেন অনেকে। রবিবার সকালে ওই শপিং মলে কেনাকাটার উদ্দেশে ভিড় জমিয়েছিলেন অনেকে। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। শপিং মলটির ছাদে থাকা লোহার একটি কাঠামো হঠাৎই ভেঙে পড়ে।

Advertisement

ঘটনাস্থলেই মৃত্যু হয় হরেন্দ্র ভাটি এবং শাকিল নামের দুই বছর পঁয়ত্রিশের যুবকের। দু’জনেই গাজিয়াবাদের বাসিন্দা। দুর্ঘটনার পরেই শপিং মলে উপস্থিত মানুষজন আতঙ্কে দৌড়দৌড়ি শুরু করে দেন। অনেকেই অল্পবিস্তর চোটআঘাত পান।

সংবাদমাধ্যমে এই ঘটনা প্রসঙ্গে পুলিশের এক শীর্ষকর্তা হৃদেশ কাটারিয়া জানান, শপিং মলের পঞ্চম তলায় ছাদের একাংশ ধসে যায়। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যাচ্ছে, শপিং মলটির চলন্ত সিঁড়ির ঠিক উপরে থাকা একটি লোহার গ্রিল ভেঙে পড়ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement