নদীতে পড়ে রয়েছে সেই গাড়ি। মধ্যপ্রদেশের কোলার এলাকায়। ছবি: সংগৃহীত।
দ্রুত গতিতে ছুটে চলেছে গাড়ি। আর গাড়িচালক মগ্ন মোবাইলে ‘চ্যাট’ করতে! তার পরেই ঘটল বিপর্যয়। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল গাড়ি। বুধবার রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের নিকটবর্তী কোলার এলাকার এই ঘটনায় ওই চালক এবং গাড়িতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। আর এক যাত্রী কোনও রকমে বেঁচে ফিরেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছয় লেনের একটি রাস্তা ধরে এগোচ্ছিল গাড়িটি। একটি সেতু পেরোনোর পরে গাড়িটির বাঁ দিকে বাঁক নেওয়ার কথা ছিল। কিন্তু মোবাইল ফোনে মগ্ন চালকের সে দিকে হুঁশই ছিল না। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে কেরওয়া নদীতে পড়ে যায়। গাড়িতে চালক বিনীত ছাড়াও ছিলেন পলাশ গায়কোয়াড় এবং পীযূষ গজভাইয়ে। প্রত্যেকেরই বয়স ২২ থেকে ২৪-এর মধ্যে।
গাড়িটি নদীতে পড়ার পর দরজা খুলে বেরোতে পারেননি চালক এবং পলাশ নামের ওই যাত্রী। তবে কোনও রকমে দরজা খুলে বেরোন পীযূষ। তিনিই স্থানীয়দের দুর্ঘটনার কথা জানিয়ে দু’জনকে উদ্ধার করার আর্জি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়ির কাচ ভেঙে দু’জনকে উদ্ধার করা হয়। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।