Rahul Gandhi

Rahul Gandhi: রাহুল গাঁধীর অ্যাকাউন্ট চালু করল টুইটার, ‘সত্যের জয় হল’, টুইট কংগ্রেসের

টুইটারের বিরুদ্ধে ‘দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা’ ও ‘দেশের গণতান্ত্রিক কাঠামোয় আক্রমণের’ অভিযোগ করেন রাহুল গাঁধী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১২:৩৮
Share:

রাহুল গাঁধীর অ্যাকাউন্ট চালু করল টুইটার ফাইল চিত্র।

কংগ্রেস নেতা রাহুল গাঁধীর অ্যাকাউন্ট চালু করল টুইটার। সেই সঙ্গে কংগ্রেস দল ও বেশ কিছু নেতার টুইটার অ্যাকাউন্টও চালু করা হয়েছে। এক সপ্তাহ আগে দিল্লিতে ন’বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পরে সেই শিশুর পরিবারের ছবি প্রকাশ করেছিলেন রাহুল। সেই কারণে তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেয় টুইটার

Advertisement

শনিবার কংগ্রেসের নেটমাধ্যমের দায়িত্বে থাকা রোহন গুপ্ত টুইট করে বলেন, ‘কংগ্রেসের সবার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। কেন অ্যাকাউন্টগুলি ব্লক করা হয়েছিল তার কোনও কারণ দেখানো হয়নি।’ কংগ্রেসের তরফে টুইট করে বলা হয়, ‘সত্যের জয় হল।’

অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার পরে শুক্রবার রাহুল টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দাগেন। টুইটারের বিরুদ্ধে ‘দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা’ ও ‘দেশের গণতান্ত্রিক কাঠামোয় আক্রমণের’ অভিযোগ করেন তিনি। একটি ইউটিউব ভিডিয়োতে তিনি বলেন, ‘‘দেখে বোঝাই যাচ্ছে টুইটার নিরপেক্ষ মাধ্যম নয়। তারা পক্ষপাতদুষ্ট। সরকার যা বলে সেটাই মেনে চলে টুইটার। খুব ভয়ঙ্কর খেলা খেলছে তারা।’’ এই বিতর্কের মধ্যেই টুইটারের ভারতের প্রধান মণীশ মাহেশ্বরীকে সরিয়ে দিয়েছে টুইটার। তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশে একটি এফআইআর দায়ের হয়েছে। তার পরেই এই পদক্ষেপ করেছে টুইটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement