টুইট মমতার গ্রাফিক: শৌভিক দেবনাথ।
‘কন্যাশ্রী দিবস’-এ বাংলার মেয়েদের সাফল্যের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মেয়েদের এই স্বপ্নপূরণে কন্যাশ্রী প্রকল্পের ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি।
শনিবার সকালে টুইট করে মমতা বলেন, ‘কন্যাশ্রী দিবসে বাংলার প্রতিটি মেয়ের সাফল্য উদ্যাপন করছি। তাদের কৃতিত্ব, উৎসাহ ও নিষ্ঠার জন্য আমি গর্বিত।’ টুইটে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কন্যাশ্রী প্রকল্প রাজ্যের লাখ লাখ কিশোরীর স্বপ্নপূরণে সাহায্য করেছে। মেয়েদের ক্ষমতায়ণের জন্য সব সময় আমাদের কাজ করে যাওয়া উচিত।’
কন্যাশ্রী প্রকল্পের আওতায় মেয়েদের লেখাপড়া বাবদ ভাতা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। এই প্রকল্পের কথা বার বার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সাফল্যের তালিকায় এই প্রকল্প সবার আগে জায়গা পেয়েছে। এমনকি আন্তর্জাতিক স্তরেও কন্যাশ্রী প্রকল্প স্বীকৃতি পেয়েছে। রাজনৈতিক মহলের মতে, পর পর তিন বার তৃণমূলের ভোটে জেতার পিছনে কন্যাশ্রী প্রকল্পের ভূমিকা অন্যতম। এই প্রকল্পের উপর ভিত্তি করেই পরবর্তীতে রূপশ্রী-সহ একাধিক প্রকল্প শুরু করেছেন মমতা। ১৪ অগস্ট কন্যাশ্রী দিবসে টুইট করে ফের একবার এই প্রকল্পের কথা তুলে ধরলেন মমতা।