mumbai

Mumbai: আশীর্বাদ করেও পাওনা না পেয়ে মুম্বইয়ে নবজাতককে অপহরণ করে খুন করলেন দুই বৃহন্নলা

নবজাতকের পরিবারের কাছে বৃহন্নলারা ১১০০ টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১০:২৯
Share:

প্রতীকী ছবি।

আশীর্বাদ করার টাকা না পেয়ে এক নবজাতককে অপহরণের পর খুন করার অভিযোগ উঠল দুই বৃহন্নলার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের অম্বেডকর নগরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অম্বেডকর নগরের বাসিন্দা সচিন চিতোলের বাড়িতে নবজাতকের খবর পেয়ে সেখানে গিয়েছিলেন কানাহাইয়া চোঘলে ওরফে কান্নু। অভিযোগ, সচিনের সন্তানকে আশীর্বাদ করার জন্য এগারোশো টাকা, দাবি করেন কান্নু।

সচিন তখন কান্নুকে জানান যে, লকডাউনে তাঁর কাজ চলে গিয়েছে। হাতে টাকা নেই। ফলে তার দাবি মতো টাকা দেওয়া সম্ভব নয়। পরিবর্তে কান্নুকে একটা শাড়ি এবং একটা নারকেল দেওয়ার প্রস্তাব দেন সচিন। কিন্তু কান্নু তা নিতে রাজি হননি বলে অভিযোগ। এর পরই সচিনের সঙ্গে কান্নুর কথা কাটাকাটি হয়। কান্নুকে বাড়ি থেকে বার করে দেন সচিন।

Advertisement

বিষয়টি তখনকার মতো থেমে গেলেও মাঝ রাতে সঙ্গী সোনুকে নিয়ে ফের সচিনের বাড়িতে যান কান্নু। মা-বাবা পাশে শুয়ে থাকা বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়ে পাশেরই একটি জলাশয়ে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ। সকালে উঠে বাচ্চাকে দেখতে না পেয়ে শোরগোল পড়ে যায়। সচিন থানায় গিয়ে কান্নুর বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন।

সচিনের অভিযোগের ভিত্তিতে কান্নু এবং তাঁর সঙ্গী সোনুকে গ্রেফতার করে পুলিশ। জেরায় তাঁরা বাচ্চাটিকে অপহরণ এবং খুনের করা স্বীকার করেছেন বলে জানিয়েছেন মুম্বই পুলিশের মুখাপত্র ডিসিপি এস চৈতন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement