Amit Shah

এফআইআর তুলে নিতে শাহকে চিঠি ট্রেড ইউনিয়নের

গণতন্ত্রের স্বার্থেই এফআইআর প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০৫:৩১
Share:

অমিত শাহ। ফাইল চিত্র।

শ্রমনীতি বদলের চেষ্টা, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ ও বিলগ্নিকরণের প্রতিবাদে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখানো সত্ত্বেও দেশ জুড়ে যে রকম ঢালাও ভাবে এফআইআর দায়ের করা হয়েছে, তাতে ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল ১০টি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন। এআইটিইউসি, সিটু, ইউটিইউসি, ইনটাক-সহ ওই ১০ কর্মী সংগঠনের অভিযোগ, এই পদক্ষেপ ইউনিয়নগুলির শ্রমিকদের অভিযোগ তুলে ধরার গণতান্ত্রিক অধিকার খর্ব করার সমতুল। গণতন্ত্রের স্বার্থেই এফআইআর প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে তারা। ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষের অভিযোগ, প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় যে ভাবে জটিল শর্ত বেঁধে সরকারের তরফ থেকে কর্মী পিএফের টাকা মেটানোর কথা বলা হয়েছিল, তার জন্য অনেকেই ওই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সোমবার তিনি শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ারকে চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement