ছবি: সংগৃহীত।
বিহার ভোটের আগেই রাজ্যসভায় বিহারের ‘মিনি ভোট’। রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে এনডিএ-জোটের প্রার্থী জেডি-ইউ নেতা হরিবংশের বিরুদ্ধে বিরোধী জোটের প্রার্থী হচ্ছেন আরজেডি-র মনোজ ঝা। তৃণমূল নেতৃত্ব অবশ্য একে কংগ্রেসের ‘ভুল রাজনৈতিক পদক্ষেপ’ হিসেবে দেখছে। তাই তৃণমূল সোমবার ওই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
তৃণমূল শীর্ষ নেতৃত্বের মতে, কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের সঙ্গে দলীয় স্তরে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যসভায় সংখ্যার হিসেবে এনডিএ জোটের প্রার্থীই জিতবেন। তা জেনেও বিহারের দল জেডি-ইউর প্রার্থীর বিরুদ্ধে বিরোধী শিবিরের বিহারের দল আরজেডি-র সাংসদকে প্রার্থী করা ভুল রাজনৈতিক পদক্ষেপ। এর ফলে রাজ্যসভার একটি আপাত ভাবে গুরুত্বহীন নির্বাচনে জিতেও বিহারে বিজেপি, জেডি-ইউ জোটকে ‘অ্যাডভান্টেজ’ পাইয়ে দেওয়া হচ্ছে।
কাল সকালে মনোজ ঝা মনোনয়ন জমা দেবেন। কিন্তু তৃণমূলের কোনও সাংসদই থাকবেন না। রাজনৈতিক সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্বের তরফে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে ফোন করে মনোনয়ন জমার সময় হাজির থাকার অনুরোধ জানানো হয়েছিল। মনোজ নিজেও ডেরেককে ফোন করেন। কিন্তু তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়, কাল তৃণমূলের কোনও সাংসদই দিল্লিতে হাজির থাকছেন না।
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্প বিহারেই শুরু করলেন মোদী
কংগ্রেস নেতৃত্বই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে বিজেপি-র বিরুদ্ধে প্রতীকী লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিল। কংগ্রেস প্রথমে ডিএমকে-র তিরুচি শিবাকে প্রার্থী করার প্রস্তাব দেয়। ডিএমকে পিছিয়ে যাওয়ায় এনসিপি থেকে প্রার্থী করানোর চেষ্টা হয়। শেষে আরজেডি। কংগ্রেস সূত্রের দাবি, তৃণমূলকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূল নেতৃত্বের যুক্তি, কংগ্রেস এ বিষয়ে আলোচনা করেনি। আরজেডি-র মনোজ ঝা-কে যে প্রার্থী করা হচ্ছে, তা-ও সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে জানানো হয়েছে।
ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচন কার্যত ‘মিনি ভোট’-এর চেহারা নেওয়ায় বিজেপি তথা এনডিএ নেতারা আরও বেশি সংখ্যায় জয়ের জন্য ঝাঁপাচ্ছেন। এমনিতেই ২৪৫ আসনের রাজ্যসভায় এনডিএ জোটের কাছে ১১৬ জন সাংসদ রয়েছেন। আরও সংখ্যা জোগাড় করতে আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজে বিজেডি-র সমর্থন চেয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে ফোন করেছেন। মনোজের অবশ্য যুক্তি, এটা জেডি-ইউ বনাম আরজেডি লড়াই হিসেবে দেখা উচিত নয়। এখানে সংসদীয় গণতন্ত্রের প্রশ্ন জড়িত।
আরও পড়ুন: পরীক্ষার্থীর কোভিড, নিট দেবেন কী ভাবে
সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচন। দিনের প্রথমার্ধে রাজ্যসভা, দ্বিতীয়ার্ধে লোকসভার অধিবেশন বসবে। শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য দু’টি কক্ষেই সাংসদেরা বসবেন। লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, লোকসভার অধিবেশনের সময় ২৫৭ জন লোকসভার হলেই বসবেন। ১৭২ জন লোকসভার গ্যালারিতে, ৬০ জন রাজ্যসভায় ও ৫১ জন রাজ্যসভার গ্যালারিতে বসবেন। সেখান থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁরা অধিবেশনে যোগ দেবেন।