Gun Fire

দিল্লির রাস্তায় আবার গুলি, বাইক থেকে সাত রাউন্ড গুলি চালিয়ে পালাল তিন নাবালক, নিহত এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে স্কুটারে চেপে খাবার নিয়ে ফিরছিলেন নাদিম এবং তাঁর দুই বন্ধু। তাঁদের লক্ষ্য করে প্রায় সাত রাউন্ড গুলি ছোড়ে তিন নাবালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৭:০৯
Share:

(বাঁ দিকে) দিল্লিতে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় নিহত যুবক, ঘটনাস্থল খতিয়ে দেখছে পুলিশ (বাঁ দিকে)। ছবি: সংগৃহীত।

দিল্লিতে আবার প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠল। কবীরনগরে শুক্রবার গভীর রাতে মোটরবাইক থেকে গুলি চালানোর অভিযোগ উঠল তিন নাবালকের বিরুদ্ধে। তাদের লক্ষ্য ছিল অন্য একটি স্কুটারে সওয়ার নাদিম এবং তাঁর দুই বন্ধু। ওই তিন জনকে লক্ষ্য করে প্রায় সাত রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে স্কুটারআরোহী এক যুবকের। তাঁর বাকি দুই বন্ধু হাসপাতালে ভর্তি। এই ঘটনায় অভিযুক্ত তিন নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে স্কুটারে চেপে খাবার নিয়ে ফিরছিলেন নাদিম এবং তাঁর দুই বন্ধু। তাঁদের লক্ষ্য করে প্রায় সাত রাউন্ড গুলি ছোড়ে তিন নাবালক। এর পর নিজেরা যে বাইকে এসেছিল, সেটি রেখে নাদিমের স্কুটার এবং তাঁর মোবাইল নিয়ে পালিয়ে যায় তিন জন। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। তিন জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসার সময় নাদিমের মৃত্যু হয়। বাকি দু’জনের অবস্থা সঙ্কটজনক। নাদিমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত তিন নাবালককে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে তিনটি দেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেরা করে প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, নাদিমের থেকে টাকা ধার নিয়েছিল অভিযুক্তদের এক জন। নাদিম সেই টাকা চেয়ে চাপ দিচ্ছিলেন। অভিযোগ, সে কারণেই তাঁকে খুনের পরিকল্পনা করেছিল নাবালকেরা। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, শুক্রবার রাতে নাদিমদের লক্ষ্য করে গুলি ছোড়ার আগে দিল্লির জ্যোতিনগরে ছ’রাউন্ড গুলি চালিয়েছিল অভিযুক্তেরা। রাহুল নামে এক ব্যক্তির বাড়ির সামনে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গত সেপ্টেম্বরে দিল্লির রাস্তায় এক ব্যবসায়ীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিলেন। ওই ব্যক্তি দিল্লির একটি জিমের মালিক ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement