Gun Fire

তৃণমূল নেতা লালুযাদবকে লক্ষ্য করে গুলি আজিমগঞ্জে, বরাত জোরে প্রাণ রক্ষা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানা এলাকার আজিমগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকার দলীয় অফিসে বৈঠকের জন্য ডেকে পাঠানো হয় প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি লালুপ্রসাদকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ২২:৫৫
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল মুর্শিদাবাদের আজিমগঞ্জ জংশন স্টেশন সংলগ্ন এলাকায়। যদিও গুলি তৃণমূল নেতার গায়ে লাগেনি। প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বৈঠকের নামে দলীয় অফিসে ডেকে পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি লালু প্রসাদ যাদব ও তার অনুগামীদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে আজিমগঞ্জ শহর এলাকার তৃণমূল কংগ্রেস নেতা মনোজ ও সনোজ বিরুদ্ধে। মূলত এলাকা দখল কে কেন্দ্র করেই তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষ বলে স্থানীয় সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানা এলাকার আজিমগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকার দলীয় অফিসে বৈঠকের জন্য ডেকে পাঠানো হয় প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি লালুপ্রসাদকে। লালুকে বৈঠকের জন্য ফোন করেছিলেন তৃণমূল নেতা মনোজ ও সনজ। দলীয় অফিসে পৌঁছতেই লালুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ধারালো অস্ত্র দিয়ে লালু ও তার অনুগামীদের উপরে হামলা চালানো হয় বলে দাবি। পাল্টা প্রতিরোধ গড়ে তুললে তুমুল সংঘর্ষ শুরু হয় দুই গোষ্ঠীর। আগুন লাগিয়ে দেওয়া হয় স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়। স্থানীয় মানুষজন রাস্তায় বেরিয়ে এলে এলাকা ছেড়ে পালায় দু’পক্ষ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা থেকে উদ্ধার হয় একটি কার্তুজের ফাঁকা খোল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তৃণমূল নেতা লালু যাদবের অভিযোগ, ‘‘আমাকে খুনের পরিকল্পনা নিয়ে শহর এলাকার নেতা মনোজ ও সনজ দলীয় অফিসে ডেকে পাঠায়। আমি আমার লোকজন নিয়ে পার্টি অফিসে যেতেই আমাকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি। পুলিশে অভিযোগ জানিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement