এই গাড়ি নিয়েই কেরামতি দেখাচ্ছিলেন তিন যুবক। ছবি: সংগৃহীত।
ব্যস্ত রাস্তায় উল্টো দিকে গাড়ি চালালেন। আবার ভিউ পাওয়ার নেশায় রিলও বানালেন। কিন্তু শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার হতে হল তিন যুবককে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, লালরঙা একটি এসইউভি উল্টো দিকে যাচ্ছে। সেই গাড়িটিকে অনুসরণ করছে আরও কয়েকটি গাড়ি। সেই গাড়ির কোনও একটির থেকে ভিডিয়োটি করা হচ্ছিল। বেশ কিছু দূর উল্টো ভাবে যাওয়ার পর গাড়িটি থামে। ব্যস্ত রাস্তায় গাড়ি নিয়ে কেরামতির ঘটনার সেই ভিডিয়ো পুলিশের হাতে পৌঁছতেই তারা গাড়ির মালিকের তল্লাশি শুরু করে। তল্লাশি চালিয়ে ওই গাড়ির আরোহী তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।
ঘটনাটি হরিয়ানার গুরুগ্রামের। পুলিশ সূত্রে খবর, গত ২৩ অক্টোবর রাতে গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে গাড়ি নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন তিন যুবক। বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন তাঁরা। শুধু তাই নয়, ব্যস্ত রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোয় অন্য গাড়িচালকদেরও অসুবিধার মুখে পড়তে হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এ ভাবে ব্যস্ত রাস্তায় বেপরোয়া গাড়ি চালিয়ে ট্র্যাফিক আইন ভেঙেছেন ওই তিন যুবক। ট্র্যাফিক আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
গুরুগ্রামের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার কপিল অহলাওয়াত তরুণ প্রজন্মের কাছে আর্জি জানিয়েছেন, তাঁরা যেন এই ধরনের কেরামতি না করেন। কিংবা এই ধরনের কেরামতিকে প্রশ্রয় না দেন। এই প্রথম নয়, বাইক হোক বা গাড়ি, রিল বানানোর নেশায় এ রকম কেরামতির ঘটনা আগেও বেশ কয়েক বার ঘটেছে। পুলিশের তরফে বার বার সতর্ক করা সত্ত্বেও হুঁশ ফেরেনি।