এক দিনে তিনটি বিমানের গন্তব্যে পৌঁছনো হল না। প্রতীকী চিত্র।
এক দিনে পৃথক তিনটি ঘটনায় উড়েও আবার ওই বিমানবন্দরেই জরুরি অবতরণ করল বিমান। এ বার দিল্লিগামী একটি বিমান ওড়ার সময় পাখির ঠোক্কর খেয়ে নেমে গেল গুয়াহাটি বিমানবন্দরে!
রবিবার একটি বিবৃতিতে ইন্ডিগো কর্তৃপক্ষ জানান, ‘ইন্ডিগো এয়ারবাস এ৩২০নিও (ভিটি-আইটিবি) গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার পথে আবার গুয়াহাটিতেই ফিরে আসে। বিমানের সমস্ত যাত্রীকে অন্য একটি বিমানে করে দিল্লি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
রবিবার, একই দিনে জবলপুরগামী একটি স্পাইসজেট বিমান দিল্লি বিমানবন্দর থেকে উড়ে আবার জরুরি অবতরণ করে। ৬ হাজার ফুট উচ্চতায় উঠার পরে যান্ত্রিক গোলযোগে জরুরিকালীন অবতরণ করাতে হয় সেটিকে।
ওই দিনই গুয়াহাটির মতো পটনা বিমানবন্দর থেকে ওড়়া একটি স্পাইসজেট বিমানের ইঞ্জিনে ধাক্কা দেয় একটি পাখি। ১৮৫ জন যাত্রী নিয়ে নির্বিঘ্নেই অবশ্য জরুরিকালীন অবতরণ করে সেটি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।