Covaxin

Covaxin: কোভাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য ২০ জুনের মধ্যে প্রকাশ করা হবে, জানাল কেন্দ্র

ভারত বায়োটেক ইঙ্গিত দিয়েছে যে তারা কোভাক্সিনের সম্পূর্ণ লাইসেন্সের জন্য আবেদন করবে। যখন তাদের কাছে সমস্ত তথ্য থাকবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১৮:৫১
Share:

কোভাক্সিন ফাইল চিত্র

কোভাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য ২০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। শুক্রবার এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কোভাক্সিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক জানিয়েছিল এই তথ্য হবে জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে। শুক্রবার নীতি আয়োগের সদস্য ভিকে পাল বলেন, ‘‘কোভাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য এবং ফলো-আপ স্টাডি কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে।’’ ভারত বায়োটেক ইঙ্গিত দিয়েছে যে তারা কোভাক্সিনের সম্পূর্ণ লাইসেন্সের জন্য আবেদন করবে, যখন তাদের কাছে সমস্ত তথ্য থাকবে।

Advertisement

প্রথমে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফল ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’-এর কাছে জমা দেওয়া হবে। তারপরে এটি জার্নালে প্রকাশিত হবে।

তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফল পাওয়ার আগেই ভারতে করোনা আক্রান্ত রোগীদের উপর টিকা হিসাবে ব্যবহার শুরু হয় কোভ্যাক্সিন। প্রথম দিকে অনেকেই এই টিকা নিতে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী কোভ্যাক্সিন নেন। যদিও এখনও এই টিকাকে স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement