ফাইল ছবি।
করোনা সংক্রমণের জেরে এ বার সংসদে হবে না শীতকালীন অধিবেশন। মঙ্গলবার সরকারি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানিয়েছেন, সব দলই এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করার বিষয়ে একমত হয়েছে। যাতে করোনা সংক্রমণ কোনওভাবে ছড়িয়ে পড়তে না পারে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংসদ সরাসরি বাজেট অধিবেশন খুলবে।
কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর দেওয়া একটি চিঠির জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এই কথা জানিয়েছেন। চিঠিতে নয়া কৃষি আইন নিয়ে বিস্তারিত আলোচনা চেয়ে সংসদের একটি জরুরি অধিবেশন আহ্বান করার আর্জি জানিয়েছিলেন অধীর। দিল্লিতে প্রতিবাদরত কৃষকদের কথাও বলা হয়েছিল চিঠিতে।
সেই চিঠির উত্তরেই সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, তিনি সব দলের নেতৃত্বের সঙ্গে অধিবেশন নিয়ে আলোচনা করেছেন। তারপর সিদ্ধান্ত হয়েছে করোনা সংক্রমণ রুখতে এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করা হবে।
আরও পড়ুন: যৌনদৃশ্যে শিশুরা, বিতর্কে যাচাই না করা ভিডিয়ো সরাল পর্ন হাব
আরও পড়ুন: আজ থেকে ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে ৭২০.৫০ টাকায়