প্রতীকী চিত্র।
আধার কার্ড বদলে যাচ্ছে। নতুন কার্ড হবে পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড)-র। যা জলে ভিজবে না, দুমড়ে মুচড়ে যাবে না। পকেটে বা টাকার ব্যাগে রাখা যাবে। চেহারা হবে ডেবিট, ক্রেডিট কার্ডের মতো। পুরনো আধার কার্ড থাকলেও চাইলে নতুনের আবেদন করা যাবে। এমনটাই জানিয়েছেন আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। এর জন্য খরচ হবে ৫০ টাকা।
এবার জেনে নিন ঠিক কী কী সুবিধা নতুন এই কার্ডে।
১। খুব ভাল ছাপা এবং ল্যামিনেশন।
২। এটা অনেক টেকসই এবং সঙ্গে নিয়ে ঘোরাঘুরির সুবিধা।
৩। এতে যুক্ত হয়েছে হলোগ্রাম, ঘোস্ট ইমেজ, মাইক্রোটেক্সট-এর মতো নতুন কিছু নিরাপত্তা ফিচারস।
৪। এটা পুরোপুরি ওয়াটার-প্রুফ।
৫। অফলাইন কিউআর ভেরিফিকেশনের সুযোগ।
৬। এই কার্ডে ইস্যু করার ও মুদ্রণের তারিখেরও উল্লেখ থাকবে।
৭। পিভিসি-র কার্ডে আধার লোগো এমবস করা থাকবে।
এই সব সুবিধা উল্লেখ করার পাশাপাশি ইউআইডিএআই জানিয়েছে,
অনলাইনে www.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে নতুন কার্ডের আবেদন করা যাবে। আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা না থাকলেও এই আবেদন করা যাবে। জমা দিতে হবে ৫০ টাকা। এর মধ্যেই রয়েছে জিএসটি এবং স্পিড পোস্টের খরচ। আবেদন করার পরের পাঁচ দিনের মধ্যে বাড়িতে চলে আসবে কার্ড।
কী ভাবে আবেদন?
১. প্রথমে www.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২. 'মাই আধার' ট্যাবে গিয়ে 'অর্ডার আধার পিভিসি কার্ড'-এ ক্লিক করতে হবে।
৩. এর পরে ১২ সংখ্যার আধার নম্বর অথবা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি অথবা ২৮ সংখ্যার এনরোলমেন্ট আইডি দিতে হবে।
৪. এবার সিকিউরিটি কোড চাইবে। মোবাইল নম্বর রেজিস্টার্ড না থাকলে অন্য একটি ফোন নম্বর দিতে হবে ওটিপির জন্য।
৫। 'সেন্ড ওটিপি' ক্লিক করতে হবে। মোবাইল ফোনে আসা ওটিপি ১০ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে।
৬. এ বার 'টার্মস অ্যান্ড কন্ডিশনস' লেখা বক্সে টিক করে সাবমিট করতে হবে।
৭. আধারে মোবাইল নম্বর যুক্ত থাকলে এর পরে নতুন কার্ডের প্রিভিউ পাওয়া যাবে।
৮. এর পরে 'মেক পেমেন্ট' অপশনে ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে পেজ খুলবে। ডেবিট, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ছাড়াও ইউপিআই থেকে টাকা দেওয়া যাবে। দিতে হবে ৫০ টাকা। এর একটি রসিদও মিলবে। সেটা ডাউনলোড করা যেতে পারে। এ ছাড়াও মোবাইল ফোনে একটি ২৮ সংখ্যার সার্ভিস রিকোয়েস্ট নম্বর আসবে। যার মাধ্যমে পরে কার্ডের স্ট্যাটাস জানা যাবে।
আরও পড়ুন: বড় ব্যাটে ছোট তৈমুর, আইপিএল টিমে জায়গা খুঁজছেন মা করিনা
আরও পড়ুন: গজরাজের পিঠে চড়ে যোগভ্যাস রামদেবের! নড়ে উঠতেই ভূপতিত