Assam

অসমে নির্বাচনী সংঘর্ষ

ধুবুড়ির সাংসদ তথা কংগ্রেস প্রার্থী তানজিল হুসেনের বাবা রকিবুল হুসেন দাবি করেন, বিজেপি কর্মীরাই কংগ্রেসের কর্মীদের উপরে গুলি চালিয়েছিল। গুলিবিদ্ধ ইমাম উদ্দিনকেই পুলিশ জোর করে গ্রেফতার করে মূল হামলাকারী সাজাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৭:৩২
Share:

হিমন্তবিশ্ব শর্মা। —ফাইল চিত্র।

অসম উপনির্বাচনে সামাগুড়িতে ফের দেখা দিল উত্তেজনা। বিজেপির মিছিলে চলল গুলি। জখম হলেন ২ জন। গুলি লাগল বিজেপি বিধায়কের গাড়িতে। আক্রান্ত হলেন কংগ্রেসের প্রার্থী। অপহৃত হলেন নির্দল বিধায়ক।

Advertisement

প্রথম ঘটনা ঘটে শনিবার। পুলিশ জানায়, বিজেপি বিধায়ক জিতু গোস্বামী শনিবার রাতে মুরি পুথিখাইতি এলাকায় জনসভার আয়োজন করেন। বিজেপির কর্মী-সমর্থকেরা মিছিল করে সভাস্থলের দিকে যাওয়ার সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালায়। গুলিতে এক মহিলা-সহ ২ জন জখম হন। বিধায়ক জিতু গোস্বামীর দাবি, তিনিই আক্রমণের লক্ষ্য ছিলেন। তাঁর গাড়িতেও গুলি লেগেছে। ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, “ঘটনার জন্য কংগ্রেসই দায়ী। গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করার চেষ্টা বরদাস্ত করা হবে না।”

ধুবুড়ির সাংসদ তথা কংগ্রেস প্রার্থী তানজিল হুসেনের বাবা রকিবুল হুসেন দাবি করেন, বিজেপি কর্মীরাই কংগ্রেসের কর্মীদের উপরে গুলি চালিয়েছিল। গুলিবিদ্ধ ইমাম উদ্দিনকেই পুলিশ জোর করে গ্রেফতার করে মূল হামলাকারী সাজাচ্ছে। ইমামের বাবা ইসমাইল বলেন, ‘‘বিজেপির মিছিল থেকে কংগ্রেসের উপরে আক্রমণ হয়। আমি বাধা দিলে জিতু গোস্বামী আমাদের দিকে গুলি চালাতে বলেন। ছেলে আমায় বাঁচাতে গেলে ওর গুলি লাগে।’’

Advertisement

শনিবার রাতে সামাগুড়ির নির্দল প্রার্থী মুসাব্বির আলি আহমেদকে বাড়ি থেকেই অপহরণ করা হয়। কয়েক ঘণ্টা পরে রাস্তায় তাঁর অচৈতন্য দেহ মেলে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement