Death

পুলিশ হেফাজতে মৃত্যু চুরির অভিযোগে ধৃত মহিলার, মারধরের অভিযোগ পরিবারের

পরিবার পুলিশ কর্মীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছে। পুলিশ অবশ্য মৃতের পরিবারের অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১২:৩৩
Share:

প্রতীকী ছবি

থানায় মৃত্যু হল চুরির অভিযোগে ধৃত এক মহিলার। তেলঙ্গানার ইয়াদাদরির আড্ডাগুদুর থানার ঘটনা। মৃতর নাম ইয়েসুম্মা। পরিবারের অভিযোগ, থানায় মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবার পুলিশ কর্মীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছে। পুলিশ অবশ্য মৃতের পরিবারের অভিযোগ অস্বীকার করেছে।

ইয়াদাদরি-র ডিসিপি জানিয়েছেন, চুরির মামলায় শনিবার ইয়াসুম্মাকে তাঁর ছেলের সঙ্গেই আড্ডাগুদুর থানায় আনা হয়েছিল। পরে তিনি অজ্ঞান হয়ে যান। আমাদের কর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ইয়েসুম্মাকে অন্য হাসপাতালে পাঠানো করা হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পুলিশ আরও জানিয়েছে, ওই মহিলাকে মারধর করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement