গ্রেফতার অভিযুক্ত তরুণ (মাঝে)। ছবি: সংগৃহীত।
ভুয়ো বিনিয়োগ প্রকল্পের ফাঁদে ফেলে ২০০ জনকে প্রতারণার অভিযোগ উঠল এক সমাজমাধ্যম প্রভাবীর বিরুদ্ধে। ৪২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। বছর ঊনিশের ওই সমাজমাধ্যম প্রভাবীকে রাজস্থানের অজমের থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যমে ওই তরুণ প্রভাবীর অনুগামী সংখ্যা বিপুল। আর সেই সুযোগকে কাজে লাগিয়েছিলেন তিনি। অনুগামীদের বিনিয়োগ করার জন্য পরামর্শ দিতেন। শুধু তা-ই নয়, যে টাকা বিনিয়োগ করবেন, তার দ্বিগুণ টাকা ফেরত পাওয়া যাবে বলেও প্রতিশ্রুতি দিতেন বলে অভিযোগ। তাঁর কথার জালে ফেঁসে যান বেশ কয়েক জন।
অভিযোগ, সমাজমাধ্যম প্রভাবীর কথা মতো অনেকেই বিনিয়োগ করেন। প্রথম বার বিনিয়োগ করে প্রতিশ্রুতি মতো দ্বিগুণ টাকাও পেয়েছিলেন। কিন্তু তার পরেও গোল বাঁধে। দ্বিগুণ টাকা পেয়ে অনেকেই বিনিয়োগের অঙ্ক বাড়িয়ে দেন। এ ভাবে বেশ কয়েক লক্ষ টাকা বিনিয়োগ হতেই ওই সমাজমাধ্যম প্রভাবী গা ঢাকা দেন বলে অভিযোগ। সময় মতো টাকা ফেরত না পেয়ে কারও কারও সন্দেহ হয়। তখন তাঁদের মধ্যে কয়েক জন পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে বিনিয়োগ সংস্থায় বিনিয়োগের কথা বলেছিলেন সমাজমাধ্যম প্রভাবী, সেটি সম্পূর্ণ ভুয়ো। তার পরই তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি বিলাসবহুল গাড়ি, টাকা গোনার যন্ত্র, নগদ টাকা, ল্যাপটপ, ফোন উদ্ধার হয়।