বিয়ের তিন দিন পর পালিয়েছে স্ত্রী, অভিমানে আত্মঘাতী ২৯ বছরের যুবক

২৯ বছরের ওই যুবকের নাম এন গোবিন্দরাজা। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২০ বছরের মঞ্জুলা দেবীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১৫:২৬
Share:

প্রতীকী ছবি।

বিয়ের তিন দিন পর তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী। অভিমানে আত্মঘাতী হলেন ২৯ বছরের যুবক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর সেন্নাউরে।

Advertisement

২৯ বছরের ওই যুবকের নাম এন গোবিন্দরাজা। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২০ বছরের মঞ্জুলা দেবীর। মাস ছয়েক আগে তাঁদের বিয়ে করার কথা থাকলেও বাড়ির লোকেদের আপত্তিতে তা পিছিয়ে যায়। ৬ সেপ্টেম্বর সুন্দাক্কামুথুর মন্দিরে গিয়ে বিয়ে করেন তাঁরা। তার পর মঞ্জুলাকে নিয়ে বাড়ি আসেন গোবিন্দরাজা।

এর পরদিনই গোবিন্দরাজের পরিবারের লোকের সঙ্গে ঝগড়া হয় মঞ্জুলার। থানায় এ নিয়ে অভিযোগও জানান তিনি। পুলিশি তদন্তের সময় মঞ্জুলা জানান, তিনি বাবা-মায়ের কাছে ফিরে যেতে চান। এর পরই গয়না, এমনকি মঙ্গলসূত্র খুলে গোবিন্দরাজের বাড়ি ছাড়েন। তার পরই অভিমানে আত্মঘাতী হয় গোবিন্দরাজ।

Advertisement

এর পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মঞ্জুলাকে গ্রেফতারের দাবি তোলেন। তা না হওয়া অবধি ময়নাতদন্তের পর দেহ নিতেও অস্বীকার করেন। আস্বাভাবিক মৃত্যু নিয়ে একটি মামলাও দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ১২০০ মৃত্যু, দেশের দৈনিক আক্রান্তও সর্বোচ্চ

আরও পড়ুন: বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রীকে স্যালুট করল পুলিশ কুকুর, পাল্টা তিনি কী করলেন দেখুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement