ছবি: সংগৃহীত।
শিলংয়ের ব্রুকসাইডে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য ব্রুকসাইড বাংলোয় উত্তর-পূর্বের প্রথম ‘টেগোর কালচারাল কমপ্লেক্স’ তৈরি হতে চলেছে। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা ব্রুকসাইড বাংলোয় রবীন্দ্রনাথের স্মৃতিরক্ষার জন্য স্থানীয় বাঙালিরা অনেক দিন ধরেই দাবি জানাচ্ছেন। মেঘালয়ের সংস্কৃতি সচিব ফ্রেডেরিক আর খারকোংগর জানান, ব্রুকসাইডে রবীন্দ্রনাথ সংস্কৃতিক কমপ্লেক্স তৈরির প্রস্তাব এখন কেন্দ্রের সবুজ সঙ্কেতের অপেক্ষায়। প্রস্তাবটি নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ পটেলের সঙ্গে আলোচনা করেছেন।
রবীন্দ্রনাথ এই বাংলোয় এসেছিলেন ১৯১৯ সালে। এর প্রেক্ষাপটেই পরে লেখা হয়েছিল শেষের কবিতা। এখন সেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত আসবাব রয়েছে। খারকোংগার বলেন, “বর্তমানে উত্তর-পূর্বের কোথাও টেগোর কালচার সেন্টার নেই। শিলংয়ে তিন বার এসেছিলেন রবীন্দ্রনাথ। তাঁর অনেক গুরুত্বপূর্ণ রচনাই শিলংয়ে বসে লেখা। এখানকার পাহাড় ও সবুজের অনেক প্রশংসা করেছিলেন তিনি। তাই তাঁর থেকে যাওয়া বাংলোয় একটি রবীন্দ্র চর্চা কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার।”
প্রসঙ্গত রবীন্দ্রনাথের থেকে যাওয়া অন্য দুই বাংলোর মধ্যে সিধলি প্যালেস আগেই ভেঙে দেওয়া হয়েছে। সম্প্রতি বিক্রি হয়ে গিয়েছে জিৎভূমির বাংলোও।