Jaipur Accident

জয়পুরে শোভাযাত্রার ভিড়ে ঢুকে পড়ল এসইউভি! আহত অনেকে, অভিযুক্ত সরকারি কর্তার নাবালক পুত্র

শোভাযাত্রায় থাকা পুলিশকর্মীরা গাড়ির চালককে উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করেন। তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়ি চালাচ্ছিল এক কিশোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৬
Share:

দুর্ঘটনাগ্রস্ত সেই এসইউভি। ছবি: সংগৃহীত।

রাজস্থানের জয়পুরে শিখদের শোভাযাত্রায় বেপরোয়া গতিতে ঢুকে পড়ল একটি এসইউভি। এই ঘটনায় আহত হলেন বেশ কয়েক জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে রাজা পার্ক এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, শোভাযাত্রাটি পঞ্চবটী সার্কল হয়ে গোবিন্দ মার্গের দিকে যাচ্ছিল। সময় তখন রাত সাড়ে ৮টা। শোভাযাত্রায় প্রায় ৩০০ জনের মতো লোক ছিল। সেটি রাজা পার্কের কাছে পৌঁছতে আচমকাই একটি এসইউভি ওই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। বেশ কয়েক জনকে ধাক্কা মেরে সেটি থেমে যায়। তার পরই উন্মত্ত ভিড় গাড়িটিকে ঘিরে ধরে ভাঙচুর চালায়।

শোভাযাত্রায় থাকা পুলিশকর্মীরা গাড়ির চালককে উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করেন। তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়ি চালাচ্ছিল এক কিশোর। জানা গিয়েছে, সেই কিশোর রাজ্যের এক সরকারি কর্তার ছেলে। গাড়িটিকেও আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। যদিও পুলিশ পাল্টা দাবি করেছে, কেউ আহত হননি।

Advertisement

ঘটনার পরই আদর্শনগর থানা ঘেরাও করেন শোভাযাত্রায় অংশ নেওয়া লোকজন। অভিযুক্ত নাবালককে গ্রেফতারের দাবিতে বিক্ষেভ দেখান। একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement