Coronavirus

covid 19: কোভিড ক্ষতিপূরণ নিয়ে সায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়াটা সরকারের দায়িত্ব।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ০৫:৫৫
Share:

ফাইল চিত্র।

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত অবশ্য জানিয়ে দিয়েছে, মৃত্যুর শংসাপত্রে কারণ হিসেবে করোনার উল্লেখ না থাকলেও ওই সাহায্য থেকে বঞ্চিত করা যাবে না মৃতের পরিবারকে। তারা যে সব জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছে, সেগুলি তারা পাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি এম আর শাহ আজ শুনানির সময় বলেন, ‘‘করোনায় মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য হিসেবে দিতে হবে। এটি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অধীনে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রদত্ত অর্থের চেয়ে বেশি হবে।’’ আদালত আরও বলেছে, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট পরিবারকে অর্থ সাহায্য টাকা দিতে হবে। এই টাকা রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
চলতি বছরের প্রথম দিকে দুই আইনজীবী আর্থিক সাহায্য সংক্রান্ত বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁদের আর্জি ছিল, করোনায় মৃতদের পরিবারকে কেন্দ্রীয় সরকার ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিক। কিন্তু ৩০ জুন কেন্দ্র আদালতে জানায়, করোনায় মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করলে কোভিড বিপর্যয় মোকাবিলা তহবিল কার্যত শূন্য হয়ে যাবে।

Advertisement

কেন্দ্রের ওই জবাবের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়াটা সরকারের দায়িত্ব। কোভিডে মৃতের পরিবার যাতে আর্থিক সাহায্য পায়, তা নিশ্চিত করতে ৬ সপ্তাহের মধ্যে রূপরেখা তৈরি করতে হবে। ২২ সেপ্টেম্বর আদালতে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানান, রাজ্য সরকারগুলি বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে করোনায় মৃতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে দেবে। করোনায় মৃতের পরিবারকে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরে গিয়ে ফর্ম পূরণ করে আসতে হবে। সেখানে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ডেথ সার্টিফিকেট ও করোনায় মৃত্যুর নথি। রাজ্যগুলির ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা তহবিলের ৭৫ শতাংশ দেবে কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল ও বিশেষ মর্যাদাপ্রাপ্ত অঞ্চলের ক্ষেত্রে তহবিলের ৯০ শতাংশ অর্থ দেওয়া হবে কেন্দ্রের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement