Gas Leak

Bengaluru: ক্লাসের মধ্যেই হঠাৎ জ্ঞান হারাতে শুরু করল একের পর এক পড়ুয়া! বেঙ্গালুরুতে চাঞ্চল্য

তবে অসুস্থ পড়ুয়াদের সকলেই দ্রুত সুস্থ হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গ্যাস লিকের কারণেই এমন ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১০:৫২
Share:

প্রতীকী ছবি।

বেলা তখন সাড়ে ১১টা। পুরোদমে চলছে স্কুল। হঠাৎ বিভিন্ন ক্লাসের একের পর এক পড়ুয়া জ্ঞান হারাতে শুরু করল! এর পর অজ্ঞান হয়ে পড়লেন কয়েক জন শিক্ষক-অশিক্ষক কর্মীও।

Advertisement

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রের খবর, কেঙ্গেরু শহরতলি এলাকায় ওই বেসরকারি স্কুলের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির কয়েক জন পড়ুয়া কয়েক মিনিটের মধ্যেই পর পর অজ্ঞান হয়ে পড়েছিল। কয়েক জন কর্মীরও একই উপসর্গ দেখা দেয়। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।

তবে সকলেই দ্রুত সুস্থ হয়ে গিয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গ্যাস লিকের কারণেই এমন ঘটেছে। স্কুল ক্যান্টিনের কেটারিংয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থার ঘর থেকেই গ্যাস লিক করেছিল বলে মনে করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এমন কোনও ঘটনা তাঁদের নজরে আসেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement