Convocation

সমাবর্তনে শংসাপত্র নিতে উঠে তরুণের ‘কালা চশমা’ নাচ, ভিডিয়ো দেখে মন্তব্য, ‘ক্ষমতা আছে’

ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চে উঠেই আগে এক চোট নেচে নেন মাহির। তার পর হাতে তুলে নেন সমাবর্তনের শংসাপত্র। তাঁকে দেখে হতবাক শিক্ষক থেকে বাকি পড়ুয়া সকলেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৭
Share:

সমাবর্তন মঞ্চে উঠে নাচলেন মাহির মলহোত্র নামে ওই তরুণ। —ছবি ভিডিয়ো থেকে।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ক্যাটরিনা আর সিদ্ধার্থ মলহোত্রর সেই গান ‘কালা চশমা’। চার বছর কেটে গেলেও গানটির জনপ্রিয়তা এতটুকু কমেনি। এ বার সেই গানে একটি নাচের ভিডিয়ো আবারও ভাইরাল। তবে ভাইরাল হওয়ার কারণ শুধু ওই গান নয়, বরং প্রেক্ষাপট। সমাবর্তনে শংসাপত্র নিতে মঞ্চে উঠে ‘কালা চশমা’ নাচলেন এক তরুণ। সেই ভিডিয়ো এখন ভাইরাল।

Advertisement

সম্প্রতি নরওয়ের একটি নাচের দল এই ‘কালা চশমা’ গানের সঙ্গে নেচে একটি ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করে। দলটির নাচের ভঙ্গি দারুণ জনপ্রিয় হয়। সেই ভঙ্গিতেই মঞ্চে উঠে নাচলেন মাহির মলহোত্র নামে ওই তরুণ। মুম্বইয়ের এক কলেজে পড়াশোনা করেছিলেন তিনি। সেখান থেকেই সমাবর্তন নেন।

নেটমাধ্যমে নাচের ভিডিয়োটি পোস্ট করেছেন মাহিরই। ক্যাপশনে লিখেছেন, ‘দয়া করে এটা করার চেষ্টা করবেন না। আমি একেবারেই উৎসাহ দেব না।’ নেটমাধ্যমের প্রোফাইলে নিজের পরিচয় হিসাবে লিখেছেন ডিজিটাল ক্রিয়েটর। ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চে উঠেই আগে এক চোট নেচে নেন মাহির। তার পর হাতে তুলে নেন শংসাপত্র। তাঁকে দেখে হতবাক শিক্ষক থেকে বাকি পড়ুয়া সকলেই। ঘটনার আকস্মিকতায় হেসেও ফেলেন।

Advertisement

প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিয়োটি ৩০ লক্ষ বার দেখা হয়েছে। দেখে একের পর এক মন্তব্য করেছেন উচ্ছ্বসিত নেটাগরিকরা। কেউ লিখেছেন, ‘আপনার ক্ষমতা রয়েছে মশাই।’ জনৈক লিখেছেন, ‘আপনি তো কিংবদন্তি হয়ে থেকে যাবেন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement