Crime

সহপাঠিনীর সঙ্গে কথা বলায় ছাত্রের আঙুল কেটে নিলেন স্কুলের প্রাক্তন পড়ুয়া

দিল্লির দ্বারকা এলাকার ঘটনা। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১৪:২০
Share:

—প্রতীকী চিত্র।

সহপাঠিনীর সঙ্গে কথা বলায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রের আঙুল কেটে নিলেন স্কুলের প্রাক্তন পড়ুয়া। এমন কাণ্ডই ঘটেছে দিল্লির দ্বারকা এলাকায়। শুক্রবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটি ২১ অক্টোবরের। তবে প্রথমে এই ঘটনা সম্পর্কে বাড়িতে জানায়নি দ্বাদশ শ্রেণির ওই ছাত্র। বাইকের চেনে হাত লেগে আঙুল কেটেছে বলে পরিবারকে জানিয়েছিল সে।

শুক্রবার আসল ঘটনা পরিবারকে জানায় ওই ছাত্র। তার পরই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় ছাত্রের পরিবার। পুলিশকে ওই ছাত্র জানিয়েছে যে, স্কুলের বাইরে তার কাছে যান অভিযুক্ত। তার পর তাকে নিয়ে পার্কে যান অভিযুক্ত যুবক। সেখানে ওই ছাত্রকে মারধর করা হয় বলে অভিযোগ। ক্লাসে এক ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব করায় ওই ছাত্রকে মারধর করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

এই ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement