ছাত্রীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করেন তদন্তকারীরা। প্রতীকী ছবি।
নতুন স্কুলে ভর্তি হওয়ার কয়েক দিনের মধ্যে সেখানকার এক পিয়নের হাতে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে ৪ বছরের এক ছাত্রীকে। উত্তর-পশ্চিম দিল্লির এক স্কুলের পিয়নের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন শিশুটির মা। শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার তাঁকে আটক করেছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দিল্লির রোহিণী এলাকায় একটি স্কুলে পিয়নের চাকরি করেন ৪৩ বছরের অভিযুক্ত। তিনি সুলতানপুরী এলাকার বাসিন্দা। পুলিশের কাছে ছাত্রীর মা জানিয়েছেন, ১ মে নতুন স্কুলে ভর্তি করানো হয়েছিল তাঁর মেয়েকে। মঙ্গলবার স্কুলের মাঠে খেলাধুলো করার সময় তার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। পরের দিন এই মর্মে দক্ষিণ রোহিণী থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
তদন্তে নেমে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকেরা। সংবাদমাধ্যমের কাছে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ওই নাবালিকার কথা শুনে বোঝা গিয়েছিল যে, অভিযুক্তের গোঁফ রয়েছে। সেই কথামতো স্কুলের এক পিয়নকে আটক করা হয়েছে।’’ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যথাযথ ধারা-সহ পকসো আইন (প্রোটেকশন ফর চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট)-এ মামলা রুজু করেছে দক্ষিণ রোহিণী থানা। পাশাপাশি, এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।