flight

Flight Fire: আগুন-আতঙ্ক মাটি থেকে পাঁচ হাজার ফুট উপরে! জরুরি অবতরণ যাত্রিবাহী বিমানের

দিল্লি বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করা হয়। জবলপুরগামী স্পাইসজেটের বিমানের কেবিনে ধোঁয়া বেরোতে দেখা যায়। নিরাপদেই রয়েছেন যাত্রীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ০৯:৩৭
Share:

ছবি টুইটার।

আবারও মাঝআকাশে বিমানে আগুন-আতঙ্ক! জবলপুরগামী স্পাইসজেটের বিমানের কেবিনে ধোঁয়া দেখা গিয়েছে। যার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফেরানো হল বিমানকে। সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement

শনিবার সকালে বিমানের কেবিনে ধোঁয়া দেখতে পান ক্রু সদস্যরা। সে সময় মাটি থেকে বিমানটির উচ্চতা ছিল প্রায় পাঁচ হাজার ফুট। তার পরই দিল্লি-জবলপুরগামী বিমানকে ফেরানো হয়। নিরাপদেই বিমানটিকে দিল্লিতে ফেরানো হয়েছে বলে খবর। যাত্রীরাও সুস্থ আছেন বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।

গত মাসেই দিল্লিগামী স্পাইস জেটের বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। যে কোনও সময় ঘটে যেতে পারত বড় বিপত্তি। কোনও মতে রক্ষা পায় বিমানটি। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। পটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করেছিল বিমানটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement