Nitish Kumar

Nitish Kumar: উপরাষ্ট্রপতির পদই কি লক্ষ্য নীতীশের

প্রসঙ্গত, উপরাষ্ট্রপতিই রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ০৮:০০
Share:

নীতীশ কুমার ফাইল চিত্র।

গতকাল মদ্যপায়ীদের সম্পর্কে তাঁর মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়েছিল। আজ ফের চর্চায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশ জানিয়েছেন, তিনি রাজ্যসভায় যেতে আগ্রহী। এর পরেই জল্পনা শুরু হয়, তা হলে কি উপরাষ্ট্রপতি পদকেই পাখির চোখ করছেন নীতীশ? রাজ্যে জোট শরিক বিজেপির সঙ্গে টানাপড়েনের মাঝে সম্মানজনক পুনর্বাসন হিসাবেই কি নয়া কৌশল নীতীশের?

Advertisement

বিহার থেকে লালুপ্রসাদ ও সুশীল মোদী বিধানসভার পাশাপাশি সংসদের দু’কক্ষেরই সদস্য হয়েছেন। আজ সকালে বিহার বিধানসভায় নিজের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ রাজ্যসভার সদস্য হওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

প্রসঙ্গত, উপরাষ্ট্রপতিই রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। কিছু দিনের মধ্যেই সেই পদ খালি হতে চলেছে।

Advertisement

নীতীশকে জিজ্ঞাসা করা হয়েছিল, নালন্দা লোকসভা থেকে সংসদে প্রত্যাবর্তনে তিনি আগ্রহী কি না? (বার কেন্দ্র থেকে লোকসভায় পাঁচ বার জিতেছেন নীতীশ। সেই কেন্দ্র অবলুপ্তির পরে নতুন কেন্দ্রের নাম হয়েছে নালন্দা।) যদিও নীতীশ স্পষ্ট জানিয়েছেন, তেমন কোনও পরিকল্পনা নেই তাঁর। এর পরেই সাংবাদিকেরা রাজ্যসভা নিয়ে জিজ্ঞেস করলে সেই সময়ে নিজের ইচ্ছার কথা জানান নীতীশ। তাঁর কথায়, ‘‘রাজ্যসভায় যেতে কোনও আপত্তি নেই। এখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব রয়েছে। গত ১৬ বছর ধরেই মুখ্যমন্ত্রী রয়েছি...’’

আজ নীতীশের রাজ্যসভা-মন্তব্যের পরেই রাজনৈতিক শিবিরে নানা জল্পনা শুরু হয়েছে। বিহারের এনডিএ শিবির মনে করছে, মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন নীতীশ। পরিবর্তে সম্মানজনক পুনর্বাসন চাইছেন তিনি। সে ক্ষেত্রে দিল্লিতে নয়া ভূমিকায় আত্মপ্রকাশের ইচ্ছেই কার্যত তুলে ধরেছেন নীতীশ।

২০২০ সালে বিধানসভায় এনডিএ জোটের জয়ের পরেই ভোটপূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নীতীশকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু জোট শরিক বিজেপির চেয়ে কম আসনে নীতীশের জেডিইউ জেতার পরে এনডিএ-র অন্দরে নানা ইসুতে টানাপড়েন দেখা গিয়েছে। এমনকি বিধানসভাতেও নানা বিষয়ে নীতীশের বিরোধিতা করতে দেখা গিয়েছে বিজেপিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement