Murder

চাষের জমির ভাগাভাগি নিয়ে বিবাদ, বাবাকে গলায় তার পেঁচিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

বাবার কাছে সম্পত্তি চান ছেলে। কিন্তু বাবা তা দিতে রাজি নন। এ নিয়ে বিবাদেই বাবাকে মারধর করে গলায় ইলেক্ট্রিকের তার পেঁচিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। পুলিশ ছেলেকে গ্রেফতার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১১:২৯
Share:

— প্রতীকী ছবি।

বাবার নামে থাকা কৃষিজমি তাঁকে লিখে দিতে হবে। এই দাবিতে বাবাকেই খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের একটি গ্রামে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গ্রামে দীপকের বাবা দীনদয়ালের কৃষিজমি রয়েছে। সেই জমির ভাগ চেয়ে বাবার সঙ্গে নিত্যই গোলমালে জড়াতেন ছেলে দীপক। গত সোমবার বাবা-ছেলের মধ্যে গোলমাল চরমে পৌঁছয়। রাগের মাথায় বাবা দীনদয়ালের গলায় ইলেক্ট্রিকের তার পেঁচিয়ে খুন করার অভিযোগ ছেলে দীপকের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনার খবর পায় পুলিশ। পুলিশের জেরার মুখে দীপকের স্ত্রী কবুল করেছেন, তাঁর স্বামীই শ্বশুরকে হত্যা করেছেন।

পুলিশকে দীপকের স্ত্রী জানিয়েছেন, সোমবার রাতে দু’তিন জনকে নিয়ে বাড়িতে আসেন দীপক। তার পরেই বাবার সঙ্গে জমির ভাগ বাটোয়ারা নিয়ে গোলমালে জড়িয়ে পড়েন। জানা গিয়েছে, দীনদয়ালের নিজের অনেকটা কৃষিজমি রয়েছে। তার মধ্যে থেকেই ভাগ চেয়ে বসেন ছেলে দীপক। কিন্তু তাতে আপত্তি ছিল দীনদয়ালের। তা নিয়েই ঝগড়া যখন চরমে পৌঁছয়, তখন একটি ইলেক্ট্রিকের তার নিয়ে বাবার উপর ঝাঁপিয়ে পড়েন দীপক। তার পর দীনদয়ালের গলায় তার পেঁচিয়ে দীপক তাঁকে হত্যা করেন বলে অভিযোগ।

Advertisement

পুলিশ দীপককে গ্রেফতার করেছে। তাঁর সঙ্গে যে দু’জন ছিলেন, তাঁদেরও গ্রেফতার করা হয়েছে। ধৃতরা পুলিশকে জানিয়েছেন, খুনের পর দীনদয়ালের দেহ একটি ফাঁকা জমিতে ফেলে দেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement