ঢাকা পড়েছে সূর্য ছবি সৌজন্যে এএফপি।
চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা গেল বৃহস্পতিবার। ভারত-সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গিয়েছে এই অপরূপ দৃশ্য। ভারতীয় সময় দুপুর ১টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়িত্ব ছিল এই গ্রহণের।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহণ ছিল আংশিক সূর্যগ্রহণ। অর্থাৎ পুরো সূর্য নয়, তার একটা অংশই ঢাকা পড়েছিল। একটা বলয়ের মতো সূর্যকে দেখা যাচ্ছিল। তাই এই গ্রহণকে বলা হয় ‘রিং অব ফায়ার।’
ভারতে বিকেল ৪টে ৫২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪১ মিনিট পর্যন্ত লাদাখ ও অরুণাচল প্রদেশের কিছু অংশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা গিয়েছে। এ ছাড়া কানাডা, পূর্ব আফ্রিকা, উত্তর আলাস্কা, ইউরোপ, এশিয়া, উত্তর আফ্রিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকেও এই ‘রিং অব ফায়ার’ দেখা গিয়েছে।
চলতি বছর আর একটি সূর্যগ্রহণ দেখা যাবে বলেই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেটি দেখা যাবে বছরের শেষে, ৪ ডিসেম্বর।