Budget 2020

নির্মলার ‘ডজে’ হতাশ মধ্যবিত্ত, ব্যঙ্গের তির ছুটছে সোশ্যাল মিডিয়ায়

তাঁর বাজেট বক্তৃতা শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল হাজারো মজাদার মিমে।  

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২০
Share:

বাজেট শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেল মিম। ছবি- পিটিআই।

দেশের আর্থিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলো‌চনাটা চলছিলই। সেই পরিস্থিতিতেই শনিবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু তাঁর বাজেট বক্তৃতা শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল হাজারো মজাদার মিমে।

Advertisement

সেই সব মজাদার মিমের বিষয়বস্তু মূলত মধ্যবিত্তের হতাশা। বাজেট শুরু হওয়ার আগে মধ্যবিত্ত মানুষ আশা করে তাকিয়ে ছিলেন অর্থমন্ত্রীর ঘোষণার দিকে। কিন্তু সীতারামনের বাজেটে যে খুশি হতে পারেননি তাঁরা, তাই ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

কাঁটায় কাঁটায় ১১ টায় শুরু করে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বক্তৃতা করেছেন অর্থমন্ত্রী। যা সংসদের ইতিহাসেও দীর্ঘতম। এই দীর্ঘ বাজেট বক্তৃতায় ছিল অর্থনীতি বিষয়ক নামপাঁচালির কচকচানি। তা অধিকাংশ মানুষের কাছে যথেষ্ট দুর্বোধ্য। তাই টিভি বা সোশ্যাল মিডিয়ায় বাজেট বক্তৃতা শুনলেও তা বুঝতে অসমর্থ হয়েছেন নেটিজেনদের বড় একটা অংশ। সেই হতাশাও ফুটে উঠেছে বাজেট পরবর্তী মিমে। দেখুন সেই সব মজাদার মিম—

Advertisement

আরও পড়ুন: বাজেটে কিসের দাম বাড়ল? কমল কিসের?

আরও পড়ুন: মধ্যবিত্তের হাতে রইল পেনসিল? দেখে নিন কী কী বললেন নির্মলা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement