— প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রেমের ফাঁদ পাতা ভুবনে! তাই সমকামীদের ডেটিং অ্যাপ ব্যবহার করে ‘ফাঁদ’ পেতেছিলেন চার যুবক। রমরমিয়ে চলছিল তোলাবাজির চক্র। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার উত্তরপ্রদেশের নয়ডা থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমকামী ডেটিং অ্যাপে জনৈক আক্কি গোস্বামীর নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন ধৃতেরা। যাতে কারও সন্দেহ না হয়, সে জন্য টাকা দিয়ে প্রিমিয়াম অ্যাকাউন্ট বানানো হয়েছিল। সেটির সাহায্যেই প্রেমের অছিলায় সমকামী যুবকদের ফাঁসাতেন তাঁরা। কথা শুরুর দিন কয়েক পর শুরু হত হুমকি দিয়ে টাকা চাওয়া। বলা হত, টাকা না-দিলে তাঁদের যৌনপরিচয়ের কথা পরিজন ও বন্ধুমহলে রটিয়ে দেওয়া হবে। এর পর নির্জন কোনও এলাকায় ডেকে পাঠিয়ে তাঁদের থেকে টাকাপয়সা হাতিয়ে নিয়ে চম্পট দিতেন অভিযুক্তেরা।
সম্প্রতি নয়ডার বাসিন্দা এক যুবককে একই ভাবে ফাঁসানোর চেষ্টা করেন চার অভিযুক্ত। প্রথমে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে কথা বলা শুরু হয়। কিছু দিন পর দেখা করার অছিলায় ওই যুবককে মামুরা এলাকায় একটি আবাসনে ডেকে পাঠান অভিযুক্তেরা। যুবক সেখানে পৌঁছতেই চার জন মিলে তাঁর কাছে থাকা সমস্ত নগদ টাকা হাতিয়ে নেন। ব্যাঙ্কে জমা রাখা সব টাকাও নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে বলা হয়। কোনও রকমে ওই যুবক এলাকা ছেড়ে পালিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ধৃতেরা জানিয়েছেন, এর আগেও কয়েক জনকে একই ভাবে ফাঁসিয়ে হাজার হাজার টাকা আদায় করেছেন তাঁরা। ধৃতদের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স এবং নগদ ১২,৭০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।