Booster Shot

Covid Vaccination: রবিবার থেকে বেসরকারি কেন্দ্রে মিলবে বুস্টার টিকা, দাম কত পড়বে?

গত জানুয়ারি মাসের শুরুতে স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্বদের বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এ বার ১৮ ঊর্ধ্বদেরও বুস্টার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১০ এপ্রিল থেকে বুস্টার টিকা দেওয়া শুরু হবে। তবে বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই তা নিতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৯:২৪
Share:

এই টিকা আপাতত শুধু বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই মিলবে। ফাইল ছবি

রবিবার থেকেই প্রাপ্তবয়স্কদের বুস্টার টিকা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে এই টিকা আপাতত শুধু বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই মিলবে। প্রশ্ন হচ্ছে কত দাম পড়বে এই বুস্টার টিকার? সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানালেন, কোভিশিল্ডের দাম পড়বে ৬০০ টাকা। এই দামের সঙ্গে যুক্ত হবে কর। কোভোভ্যাক্স বুস্টার হিসাবে অনুমোদন পেলে দাম পড়বে কর ছাড়া ৯০০টাকা।

গত জানুয়ারি মাসের শুরুতে স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্বদের বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এ বার ১৮ ঊর্ধ্বদেরও বুস্টার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১০ এপ্রিল থেকে বুস্টার টিকা দেওয়া শুরু হবে। তবে বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই তা নিতে হবে।

Advertisement

সেরাম ইনস্টিটিউটের সিইও বলেন, ‘‘আমাদের কাছে কোভোভ্যাক্সের এক কোটি টিকা প্রস্তুত রয়েছে। আশা করি নীতি আয়োগ আগামী ১০ দিনের মধ্যে এর ছাড়পত্র দিয়ে দেবে।’’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই গত দু’মাসে প্রায় ৪০ লক্ষ ডোজ কোভোভ্যাক্স রফতানি করেছি।’’ পুনাওয়ালা বলেন,‘‘পুরো দেশকে আগামী তিন মাসের মধ্যে এই টিকা দেওয়া সম্ভব।’’

প্রসঙ্গত, কেন্দ্র জানিয়েছে, বিনামূল্যে টিকাকরণ প্রকল্পের আওতায় সরকারি টিকাকরণ কেন্দ্র থেকে করোনার দু’টি টিকা আগের মতোই পাওয়া যাবে। পাশাপাশিই স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কোভিডযোদ্ধা এবং ষাটোর্ধ্বদের দেওয়া হবে বুস্টার টিকা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের ১৫-ঊর্ধ্ব জনসংখ্যার ৯৬ শতাংশ কোভিডের অন্তত একটি টিকা পেয়েছে। অন্তত ৮৩ শতাংশ পেয়েছে কোভিডের দু’টি টিকাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement