Maharashtra Assembly Election 2024

শনিতে ‘বড় সিদ্ধান্ত’ শিন্ডের! জানিয়ে দিল শিবসেনা, মহারাষ্ট্রে কি চাপের মুখে বিজেপি

বিধানসভা ভোটে বিপুল জয়ের পরেও মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি(অজিত)-এর ‘মহাজুটি’র অন্দরে ক্ষমতা ভাগাভাগি নিয়ে চলছে তুমুল টানাপড়েন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১০:৫৮
Share:

একনাথ শিন্ডে। —ফাইল চিত্র।

সহযোগী বিজেপি এবং অজিত পওয়ারের এনসিপির নেতাদের সঙ্গে পূর্বঘোষিত বৈঠক বাতিল করে শুক্রবার সকালে মুম্বই থেকে তিনি চলে গিয়েছিলেন সাতারার গ্রামের বাড়িকে। মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দলের মুখপাত্র সঞ্জয় শিরসত রাতে বললেন, ‘‘অপেক্ষা করুন। ২৪ ঘণ্টার মধ্যে বড় ঘটনা ঘটতে চলেছে।’’

Advertisement

সব মিলিয়ে বিধানসভা ভোটে বিপুল জয়ের পরেও মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি(অজিত)-এর ‘মহাজুটি’র অন্দরে ক্ষমতা ভাগাভাগি নিয়ে চলছে তুমুল টানাপড়েন। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন শিন্ডে। কিন্তু শুক্রবার সকালে দিল্লি থেকে মুম্বই ফিরেই তিনি চলে যান তাঁর গ্রামের বাড়িতে। তাঁর অনুপস্থিতির কারণে বাতিল হয়ে যায় মহারাষ্ট্রের বিধানসভা ভোটে সদ্যজয়ী জোটের বৈঠক।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা। এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও ঘোষণা না হলেও সঞ্জয় জানিয়েছেন, রবিবার মধ্যরাতে নতুন মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। সে ক্ষেত্রে ২ ডিসেম্বর (সোমবার) শপথ নিতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। দিল্লিতে শাহ-শিন্ডে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস এবং আর এক বিদায়ী উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার হাজির ছিলেন। ছিলেন অজিতের ঘনিষ্ঠ আর এক নেতা প্রফুল পটেলও।

Advertisement

বিজেপির তরফে বৈঠককে ‘ইতিবাচক’ বলা হলেও পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। শিন্ডেসেনার একটি সূত্র জানাচ্ছে, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ফডণবীসকে মেনে নিলেও স্বরাষ্ট্র দফতর কার হাতে থাকবে তা নিয়ে এখনও টানাপড়েন চলছে। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের তিন দল— বিজেপি, শিন্ডেসেনা এবং এনসিপি(অজিত) যথাক্রমে ১৩২, ৫৭ এবং ৪১টি আসনে জিতেছে। সূত্রের খবর, ভোটের ফল বেরোনোর পর থেকেই মুখ্যমন্ত্রী পদ না-ছাড়ার বিষয়টিতে কার্যত অনড় ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে।

বিস্তর দর কষাকষির পরে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর দৌড় থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দেন তিনি। নতুন সরকারে কোন দল কী মন্ত্রিত্ব পাবে, তা নিয়ে এখনও জট না কাটায় শিন্ডেশিবির এ বার পাল্টা চাপের রণনীতি নিয়েছে বলে অনেকে মনে করছেন। কিন্তু তাতে ‘কাজ’ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, পরিষদীয় পাটিগণিতের হিসেব বলছে অজিতের দলকে সঙ্গে পেলেই সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১৪৫ ছুঁয়ে ফেলবেন ফডণবীস। এই পরিস্থিতিতে শিন্ডেকে অনিচ্ছা সত্ত্বেও বিজেপির শর্ত মেনে নিতে হবে বলেই মনে করছে বিরোধীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement