প্রতিনিধিত্বমূলক ছবি।
ছোট ভ্যানকে ধাক্কা টেম্পোর। দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ন’জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে পুণে-নাসিক হাইওয়ের উপর। আহত হয়েছেন আরও কয়েক জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ পুণে-নাসিক হাইওয়েতে নারায়ণগ্রামে দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই ছোট ভ্যানটি নারায়ণগ্রামের দিকে যাচ্ছিল। সে সময় হাইওয়ের উপর আচমকাই একটি টেম্পো এসে ধাক্কা মারে ভ্যানটিকে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই রাস্তার উপর উল্টে যায় ভ্যানটি। ঘটনা নজরে আসতে স্থানীয়েরাই উদ্ধার কাজ শুরু করেন। ভ্যানের দরজা ভেঙে আহতদের বার করে আনা হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। তবে যাত্রীদের মধ্যে ন’জনকে বাঁচানো যায়নি।
পুণের (গ্রামীণ) পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ জানিয়েছেন, বাস খালি ছিল। তা না হলে আরও বড় বিপদ ঘটতে পারত। আহতদের চিকিৎসা চলছে। তবে ঘাতক টেম্পোর চালককে গ্রেফতার করা হয়েছে কি না, সে ব্যাপারে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।