NIA

Dinkar Gupta: এনআইএ-র প্রধান হচ্ছেন আইপিএস দিনকর গুপ্তা

১৯৮৭ ব্যাচের পঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার দিনকর। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত তিনি এনআইএ-র ডিজির দায়িত্বে থাকবেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ২৩:৫৪
Share:

ফাইল চিত্র।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র নতুন ডিরেক্টর জেনারেল (ডিজি) হচ্ছেন আইপিএস দিনকর গুপ্তা। বৃহস্পতিবার তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। এর ফলে তিনি যোগেশচন্দ্র মোদীর স্থলাভিষিক্ত হবেন।

Advertisement

১৯৮৭ ব্যাচের পঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার তিনি। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত তিনি এনআইএ-র ডিজির দায়িত্বে থাকবেন।

দিনকর বর্তমানে পঞ্জাব পুলিশ হাউজিং কর্পোরেশনের চেয়ারম্যান পদে ছিলেন। এর আগে তিনি দু’বছর সাত মাস পঞ্জাব পুলিশের ডিজি পদে ছিলেন।

Advertisement

এর পাশাপাশি সৌগত দাসকে স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব (অভ্যন্তরিনণ নিরাপত্তা) পদে নিয়োগ করা হয়েছে। ২০২৪ এর ৩০ নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement