—প্রতীকী চিত্র।
পড়াশোনা নিয়ে কথা কাটাকাটি বাবার সঙ্গে। তার পরেই ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রী।
শনিবার মুম্বইয়ের ভান্ডুপ ওয়েস্টে এই ঘটনা ঘটেছে। শনিবার সেখানে অবস্থিত ‘ড্রিমস’ আবাসনের ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন কুসুম রমেশ পুরোহিত নামে ১৯ বছরের ওই তরুণী। ঘটনার সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আবাসনের নিরাপত্তারক্ষীই প্রথম ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রী ছিলেন ওই তরুণী। শুক্রবার পড়াশোনা নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। তার পরই এই ঘটনা।
আরও পড়ুন: মার্কিন অভিযানে আইএস শীর্ষ নেতা আল বাগদাদি নিহত? ট্রাম্পের টুইটে জল্পনা চরমে
আরও পড়ুন: হাওয়ার গতি ঘণ্টায় ২০০ কিমি, ঘূর্ণিঝড় কিয়ারের দাপটে উত্তাল আরব সাগর, সতর্কতা জারি
পুলিশের তরফে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে।