Sexual Harassment

নাবালিকা ছাত্রীকে একা পেয়ে স্কুলেই শ্লীলতাহানি! মুম্বইয়ে গ্রেফতার পিওন

ধৃতের বয়স ২৮ বছর। স্থানীয় একটি মিশনারি স্কুলের পিওন তিনি। ওই স্কুলেরই ১৫ বছরের এক ছাত্রীকে নিগ্রহের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষই থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১১
Share:

স্কুলের মধ্যে নাবালিকাকে যৌন হেনস্থা। —ফাইল ছবি

স্কুলের মধ্যেই এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল পিওনকে। তাঁর বিরুদ্ধে গোপনে ওই নাবালিকার উপর নজর রাখা, তার পিছনে ধাওয়া করার অভিযোগও রয়েছে। রবিবার এই গ্রেফতারির কথা জানিয়েছে মুম্বই পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ধৃত যুবকের বয়স ২৮ বছর। স্থানীয় একটি মিশনারি স্কুলে পিওন হিসাবে কাজ করেন তিনি। তাঁর বিরুদ্ধে ওই স্কুলেরই ১৫ বছরের এক ছাত্রীকে নিগ্রহের অভিযোগ উঠেছে। কিশোরীর মা-বাবা জানিয়েছেন, মেয়ের হাবভাবে সম্প্রতি কিছু পরিবর্তন লক্ষ করেছিলেন তাঁরা। স্কুলে গিয়ে খোঁজ করতেই তার আসল কারণ জানা যায়।

অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর স্কুলে মেয়েটিকে একা পেয়ে তার শ্লীলতাহানি করেন স্কুলের পিওন। আপত্তিকর ভাবে নাবালিকার শরীরের একাধিক অংশে হাত দেন তিনি। তার পর থেকেই নাকি অভিযুক্ত স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। কিশোরীর মা-বাবা স্কুলের সঙ্গে যোগাযোগ করলে স্কুল কর্তৃপক্ষই স্থানীয় থানায় ওই পিওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

Advertisement

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ওই নাবালিকাকে একাধিক বার যৌন হেনস্থা করেছেন অভিযুক্ত যুবক। এমনকি তার মোবাইলে ভিডিয়ো কলও করেছেন তিনি। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার পালঘর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement